• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম;
ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

"সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ" প্রতিপাদ্যকে সাননে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।.

সোমবার (৫-ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।  .

প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।.

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে অনলাইনের মাধ্যমে ভারচুয়ালী যুক্ত ছিলেন, বস্তু ও পাট মন্ত্রণালয় (পরিকল্পনা-২) এর সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন।  .

এসমসয় উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ্ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটি এম তৈয়বুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান প্রমূখ।.

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।.

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।. .

ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ